Site icon Ghatal News

সেনাবাহিনীর সাফল্য নিয়ে ভোট উতরাতে চাইছেন মোদী : সৌমেন মহাপাত্র

আজ অবধি এতো নির্বাচন হয়েছে। 1952 সাল থেকে নির্বাচন হছে। সপ্তদশ লোকসভা নির্বাচনে ৮ টি সরকার পরিবর্তন হয়েছে কোন সরকার বলেনি এটা রাজিবের সেনা এটা গুজরাল সেনা বা এটা ইন্দিরার সেনা। আজকে এরা বলতে বাধ্য হচ্ছে মোদীজির সেনা। অাজ ঘাটাল লোকসভার মলিহাটিতে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে একসভায় মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ৫ বছরের কোন ইস্যুকে সামনে না রেখে সেনাবাহিনীর ইস্যু কে নিয়ে ভোটের ময়দানে পার হতে চাচ্ছে। তাই 66 জন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন আমরা এর প্রতিবাদ করছি এবং রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে এর প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনীকে নিয়ে কেউ যদি রাজনীতি করে আর কিছু বলার নেই। সেনাবাহিনীর প্রতি আনুগত্য সমস্ত ভারতবাসীর। তাই নোট বন্দি থেকে জিএসটি রাফায়েল সবেতেই ডাহা ফেল তাই নজর ঘোরাতে সেনাবাহিনীর নাম নিয়ে ভোট বৈতরনী পার হতে চাইছে বিজেপি সরকার। মানুষ বুঝে গেছে ২৩ মে ভোট বাক্সে দেখতে পাবেন। উপস্থিত ছিলেন বিধায়ক মমতা ভূঁইঞা, জেলা সভাপতি অজিত মাইতি, শ্যাম পাত্র, সুকুমার পাত্র, কৌশিক কুলভী, তপন দত্ত

Ghatal News
Exit mobile version