কেশিয়াড়ীতে মানস ভূঁইঞার প্রচারে ঝড় তুললেন নুসরত

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ঘাটাল নিউজ ডেস্ক , মেদিনীপুর, ২৫ এপ্রিল

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকা মানে উন্নয়নের পক্ষে থাকা | এটা তাঁরা দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছেন | বাংলার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করতেই তাঁরা রাজনীতির ময়দানে সামিল হয়েছেন | সামিল হয়েছেন বাংলার বিরুদ্ধে চক্রান্ত , মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা , অপপ্রচারের জবাব দিতে |
বৃহস্পতিবার সন্ধ্যায় কেশিয়াড়ির খাজরার সভা থেকে অকপট ভাবে একথাগুলো বললেন বসিরহাটের তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান | একটি গ্রাম পঞ্চায়েত এলাকার সভা | বদলে গেল ব্লকের সভায় | এদিন নুসরতকে দেখতে ও তাঁর বক্তব্য শুনতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ | তাঁকে দেখার , ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় | হাসিমুখে ছবি শিকারিদের দাবি মেটান |
এদিন বিকেলে প্রথমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে নিয়ে দাঁতন – ২ ব্লকে সভা করেন | এখানেও ভালো ভিড় ছিল | সন্ধ্যায় সভা করেন কেশিয়াড়িতে |
সভায় তাঁকে বলতে শোনা যায় , ‘ বাংলায় যতদিন তৃণমূল থাকবে যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন বাংলার ঊন্নয়নের রথ এগিয়ে চলবে | দিল্লি ষড়যন্ত্র চালাচ্ছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করার জন্য | বাংলার মানুষ সচেতন | তাঁরা জানেন তাঁদের শিক্ষা , সংস্কৃতি , কৃষ্টি , সংষ্কৃতি , সম্প্রীতি সবকিছুকে চোখের মনির মতো আগলে রেখেছেন দিদি | ‘
কন্যাশ্রী , সবুজসাথী , রূপশ্রী , ২ টাকা কেজি চাল , মাথার ওপর পাকা ছাদ , শিল্প সংস্কৃতির উন্নয়ন যে গত সাড়ে সাত বছরেই সবথেকে বেশি হয়েছে তা জানিয়ে নুসরত বলেন , ‘ এই ভোট দেশ রক্ষার ভোট | তৃণমূল ৪২ এ ৪২ পেলে দেশের প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি | নতুন ভারত গড়ে উঠবে | যেখানে বিভেদের রাজনীতি থাকবে না | তাই তৃণমূল প্রার্থী মানস ভুইঁয়া কে বিপুল ভোটেজয়ী করুন | ‘
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন , ‘ বিজেপি দেশকে পিছিয়ে দিচ্ছে | ওরা ঊন্নয়ন চায় না | ওরা রামের সঙ্গে রহিমের বিভেদ চায় | ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাঙতে চায় | বিজেপিকে ভোট দেওয়া মানেই ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেওয়া | ‘
প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের সব মন্ত্রীরা এসে সভা করলেও বাংলা থেকে বিজেপিকে শূন্য হাতে ফিরতে হবে বলে জানিয়ে চন্দ্রিমা বলেন , ‘ ইডি , সিআইডি , নারদা , সারদার ভয় দেখিয়ে ভোট করতে চেয়েছিল বিজেপি | এই অভিসন্ধি সফল হয়নি | একজন দুর্নীতি গ্রস্থ পুলিশ অফিসারকে ঘাটাল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে | তাঁকে যখন সুপ্রিম কোর্টের নিৰ্দেশ সিআইডি জেরা করছে তখন বলেছেন রাজ্য সরকার প্রচারে বাধা দিচ্ছে | উনি গোল্লা পাবেন | আর মেদিনীপুর কেন্দ্রে তাঁর দাদা দিলীপ ঘোষও গোল্লা পাবেন | ‘
উপস্থিত ছিলেন দাঁতনের তৃণমূল ব্লক সভাপতি শৈবাল গিরি , কেশিয়াড়ির ব্লক সভাপতি পবিত্র শিট , বিধায়ক বিক্রম প্রধান , পরেশ মুর্মু |

Ghatal News

Leave a Reply