কেশিয়াড়ীতে রোড শো ও কর্মী সভা করলেন মানস ভুইঁঞা

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

কেশিয়াড়ির মানুষ যেন পঞ্চায়েত ভোটের মতো ভুল না করেন | ভুল করলে বিজেপি ভোট পেলেই জনগনের সব অধিকার কেড়ে নেবে | মঙ্গলবার কেশিয়াড়ি ব্লকের নছিপুর , লালুয়া , গগনেশ্বর এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো ও কর্মিসভা করে ভোটারদের এই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুইঁয়া | তাঁকে এদিন বলতে শোনা যায় , ‘ স্থানীয় তৃণমূল নেতাদের কিছু ত্রুটি বিচ্যুতির জন্য পঞ্চায়েতে আমাদের শাস্তি দিয়েছেন | লোকসভা ভোটে মুখ ফিরিয়ে থাকবেন না | নেতা ,কর্মীদের প্রতি অভিমান করতে পারেন | নেত্রীর প্রতি করবেন না | ‘
বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ভোট নিয়েছিল | আচ্ছে দিন আসেনি | বছরে ২ কোটি বেকারের চাকরি হয়নি | দেড় কোটি মানুষের চাকরি চলে গেছে | নোটবন্দির ক্ষত এখনো শুকোয়নি | জিএসটি চাপিয়ে দিয়ে ক্ষুদ্র , মাঝারি ব্যৱসায়ীদের ভাতে মারতে চেয়েছে বলে দাবি করেন মানস বাবু |
এখনো পর্যন্ত দেশের যতগুলি কেন্দ্রে ভোট হয়েছে এর থেকে যা আভাস মিলছে দেশের ক্ষমতায় আর ফিরছে না বিজেপি তা জোরের সঙ্গে দাবি করেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী |
কেশিয়াড়ির ৬৫ শতাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের | তাঁদের উদ্দ্যশ্যে বলেন , ‘ মমতা ব্যানার্জি আপনাদের জল , জমি , জঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন | বিজেপি আপনাদের সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে | ‘
পঞ্চায়েত ভোটের সঙ্গে লোকসভার ভোটকে গুলিয়ে না ফেলার কথা বলে মানস বলেন , এই ভোট দেশরক্ষার ভোট , সংবিধান রক্ষার ভোট , সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ভোট | যিনি কন্যাশ্রী , সবুজসাথী , ২ টাকা কেজি চাল , বাংলা আবাস যোজনা , নতুন পাকা রাস্তা সহ ৪৭ টি প্রকল্প উপহার দিয়েছেন এই ভোটে তাঁর হাত শক্তিশালী করাই উচিত বলে মনে করেন তিনি |
এদিন তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি , রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র , বিধায়ক পরেশ মুর্মু | রোড শো তে প্রতিটি এলাকাতেই ভালো সাড়া পান তৃণমূল প্রার্থী | কর্মিসভাতেও উপস্থিতি ছিল ভালো |

Ghatal News

Leave a Reply