Site icon Ghatal News

এই চৌকিদার আমরা চাই না : মমতা

প্রধানমন্ত্রী চৌকিদার সেজে দেশটাকে শেষ করছেন | এনিয়ে বুধবার ডেবরায় জনসভায় সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি | ভোট বড় বালাই | এদিন ৪২ ডিগ্রি খর তাপ উপেক্ষা করে রের্কড ভিড় হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় | কেউ এসেছিলেন ছাতা নিয়ে | কেউ এসেছিলেন হাতে পাখা নিয়ে | সভা চলাকালীন অনেককে দেখা যায় হাত পাখা নিয়ে বাতাস করতে | বেলা ১ টায় সূর্য যখন মাথার ওপর তখন মুখ্যমন্ত্রী ঢুকতেই উল্লাসে ফেটে পড়েন সকলে | সভায় মহিলাদের ভিড় ছিল ভালো | প্রচন্ড গরমের মধ্যে সভায় আসার জন্য মুখ্যমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান |
ডেবরা , ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে | এদিনের সভায় ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তারকা দেব ওরফে দীপক অধিকারী | ছিলেন মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী মানস ভুইঁয়া , রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র , তৃণমলের জেলা সভাপতি অজিত মাইতি , বিধায়ক সেলিমা খাতুন |
দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন , ‘ দেব আমার প্রিয় প্রার্থী | ও খুব কাজের ছেলে | বন্যা , পুজো , রমজান সবকিছুতেই ওকে পাওয়া যায় | দলের অনেক কাজ করে | দলের হয়ে অনেক জায়গায় প্রচার করেছে | ওর মতো ছেলে আমি চাই | ওকে সকলে ভোট দেবেন |

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কারিগরি কলেজ , রাস্তা , পানীয় জল , সেতু , সহ ডেবরায় যে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে এর পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী | পাশাপাশি তুলে ধরেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা | গত ৫ বছরে কেন্দ্র এই প্রকল্পে কোনো টাকা মঞ্জুর করেনি | তা জানিয়ে বলেন , ‘ কেন্দ্র টাকা না দিলেও মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করতে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করবো | এরজন্য ২ থেকে ৩ বছর সময় লাগবে | ঘাটালের ৯৮ শতাংশ কৃষককে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে | ‘
এদিন সভার আগাগোড়াই চায়েওয়ালা থেকে চৌকিদার হওয়া মোদির সমালোচনায় সরব ছিলেন মমতা ব্যানার্জি | তাঁকে বলতে শোনা যায় , ‘ এই চৌকিদার আমরা চাই না | দেশের জন্য দেশপ্রেমিক চাই | বাফাদার চাই | চৌকিদার চাই না | যে মানুষটা দেশকে শেষ করে দিচ্ছে তিনি দেশভক্তি শেখাচ্ছেন | ‘
ক্ষোভের সঙ্গে বলেন , ‘ স্বাধীনতা আন্দোলনের সময় আপনার দল কোথায় ছিল ? যারা গান্ধীজিকে খুন করেছিল তারা এখন নাথুরাম গডসে জিন্দাবাদ বলছে | গান্ধীজি জিন্দাবাদ বলছে না | ‘
মোদী যে দেশনেতা নন তা জানিয়ে বলেন , ‘ দাঙ্গাবাজ , দেশদ্রোহীদের আমরা চাই না | যাঁরা বিদেভ তৈরী করে তাঁদের আমরা চাই না | মহাত্মা গান্ধী , নেতাজি , বাবাসাহেব আম্বেদকরের মতো নেতা আমরা চাই | রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , নজরুলের মতো দেশপ্রেমিক চাই |
দিল্লির সরকার বাংলাকে বঞ্চনা করে | অসম্মান করে | অত্যাচার করে | মোদি সরকারের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে | তাই এই ভোট মোদি সরকার বদলের ভোট বলে জানান মুখ্যমন্ত্রী | মোদি যে দেশের পক্ষে বিপজ্জনক তা জানিয়ে বলেন , ‘ মোদিকে না সরালে দেশে স্বাধীনতা , গণত্রন্ত্র , ধর্ম কিছুই থাকবে না | মোদি ফের ক্ষমতায় এলে দেশের ইতিহাস বদলে দেবেন | মোদি ফের এলে আর ভোট হবে না | মানুষের ভোটাধিকার কেড়ে নেবেন | ‘

মোদির আচ্ছে দিন মানে আর সকলের খারাপ দিন | ৪০০ টাকার রান্নার গ্যাস ১০০০ টাকা হয়েছে | পেট্রল , ডিজেলের দাম বাড়ছে | গুজবে মানুষকে খুন করা হয়েছে | নোট বাতিল করা হয়েছে | ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে | মুখ্যমন্ত্রী বলেন , ‘ তাই এবারের ভোটে এই মোদি আর নয় | ‘

Ghatal News
Exit mobile version