Site icon Ghatal News

ভিন রাজ্যের বাসিন্দা ঘাটাল থানার তৎপরতায় ৩০ বছর পর বাড়ি ফিরল

সৌরভ পাল, ঘাটাল, ৪ এপ্রিল, ঘাটাল থানার তৎপরতায় ৩০ বছর পর বাড়ি ফিরল ভিন রাজ্যের বাসিন্দা । জানা গেছে ওড়িস্যার ময়ূরভঞ্জ জেলার  দেওয়া পোতা গ্রামের শ্যামসুন্দর পারিজা দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে যায়।তারপর পথ ভোলার মত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে তিন বছর আগে ঘাটালে  মহকুমা হাসপাতালে ঠাই হয় তার। তিন বছর ঘাটাল হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ৩০ বছর পর বাড়ি ফিরছেন তিনি।আর দীর্ঘদিন পরে নিজের স্মৃতিশক্তির ফিরে পেয়ে নিজের পরিবারের সাথে বাড়ি ফিরতে পেরে বেজায় খুশি শ্যাম সুন্দর বাবু। তাকে বাড়ি ফিরিয়ে খুশি ঘাটাল হাসপাতাল সুপার কুনাল মুখোপাধ্যায়। পুলিশ ও হাসপাতাল  সুত্রে জানায়ায় শ্যামসুন্দর পথ দুর্ঘটনায় মাথায় জোরালো চোট পায়।তার স্মৃতিশক্তি হারিয়ে যায়, তার পরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । ঘুরতে ঘুরতে দাসপুরের সোনাখালি এলাকায় চলে আসেন, পরিচয় না বলতে পেরে এলাকাবাসীরা চোর সন্দেহে মারধর করে।তারপর জখম অবস্থায় তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাল হাসপাতের সুপার কুনাল মুখোপাধ্যায় বলেন শ্যামসুন্দর বাবুর চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করে আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি, দিন দশেক আগে উনি নিজের সঠিক ঠিকানা বলেন। তারপর আমরা ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিকের  সাথে যোগাযোগ করে তার সঠিক পরিচয় পাই। দেবাংশু বাবু ওই এলাকার থানার সাথে যোগাযোগ করেন এবং আজ তার পরিবারের লোক এসে ওনাকে নিয়ে যান।

Ghatal News
Exit mobile version