জালে পড়লো মুরগি চোর, তাই দিয়ে হল ভুরিভোজ

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল ওয়েব নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর:  জালে পড়লো মুরগি চোর, তাই দিয়ে হল ভুরিভোজ। এমনই ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে।
বেলপাহাড়ি ব্লকের ওড়গোন্দা, বিরিডাঙ্গা সহ বেশ কিছু এলাকায় কিছু পরিবারে প্রতিদিনই চুরি হয়ে যাচ্ছিল গৃহপালিত মুরগি। দেশি মুরগি চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দারা মুরগি গোয়ালের ওপর নজর দারী করতে শুরু করলে গত পরশু রাত্রে তারা দেখতে পায় একটি খটাস এক ব্যক্তির গোয়াল থেকে মুরগি ধরে নিয়ে 
পালাচ্ছে।  
এরপর গতকাল রাত্রে গোয়ালের পাশাপাশি জাল পেতে রাখে বাসিন্দারা এবং তির ধনুক নিয়ে অপেক্ষা করতে থাকে। রাত বারোটা নাগাদ যথারীতি খটাসটি  মুরগি গোয়ালের  পাশাপাশি এলে তারা তির ছুঁড়তে থাকে। অবস্থা বেগতিক বুঝে খটাসটি দৌড়ে পালাতে গেলে পাঁতা ফাঁদ-জালে আটকে যায়। এই সময় স্থানীয়রা তির বিদ্ধ করে খটাসটিকে মেরে ফেলে। এরপর স্থানীয় আদিবাসীরা তা নিয়ে যায় এবং মহা অানন্দে ভুরি ভোজের আয়োজন করে।

Ghatal News

Leave a Reply