বিদ্যাসাগর মহাশয়ের পুরনো বাঁধাই ছবি আবর্জনার মধ্যে পড়ে আছে

আমার ঘাটাল

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তেজস্বীতা, প্রজ্ঞা, প্রতিবাদী সত্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং আগামীদিনেও তা অবশ্যই আলোকবর্তিকা।
তার হাত ধরে বর্ণপরিচয় , ভাষা শিক্ষা শুরু ,পড়াশোনা শুরু।
এইভাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এটি পুরন বাঁধাই ছবি ,ঘাটাল পোস্ট অফিসের বিপরীত দিকে আবর্জনার মধ্যে আছে।। যা দেখে লজ্জায় মাথা হেট হলো।
গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সচেতনতা কোথায়? শিক্ষাই বা কোথায়।
বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ আমাদের আরও ছড়িয়ে দিতে হবে প্রতিটি মানুষের মনের মধ্যে।

Ghatal News