Site icon Ghatal News

উন্নয়ন নিয়ে ভোট প্রচার করি, কাঁদাছোড়া ছুড়ি নয় : দেব

অামি বেশি স্বপ্ন দেখাতে চাই না বললেন দেব সৌরভ পাল, ২৯ মার্চ : অামি বেশি স্বপ্ন দেখাতে চাই না, অামি যতটা পারব ততটাই মানুষকে বলব একথা বললেন তৃণমূল প্রার্থী ও সাংসদ দেব। অাজ ঘাটালের ভগীরথপুরে নিজের নির্বাচনী এলাকায় এসে একখা বললেন দেব । এই কর্মী সভায় তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখা যায়। সেলফি নেওয়া ও অটোগ্রাফ নেওয়ার হিড়িকও ছিল চোখে পড়ার মতো। প্রচারে এসে দেব অারও জানান, শুধু উন্নয়নের কথা বলেই ভোট চাইতে এসেছি,কারও নিন্দা করতে নয়। রাজ্য সরকারের উন্নয়ন মানুষের কাছে বললেই তারা ভোট দেবে।এখানে উপস্থিত মেয়েরা কন্যাশ্রী পায়। রাজ্যে ১ কোটি ছাত্রছাত্রী সবুজসাথীর সাইকেল পেয়েছে। রাজ্য সরকারের ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল।এছাড়াও নাম না করে ফের বিরোধী প্রতিপক্ষ ভারতী ঘোষ- কেও বিধলেন। দেব বলেন যিনি রাস্তা ঘাট উন্নয়ন না হওয়ার কথা বলেছেন তিনি এই এলাকায় এসে রাস্তা ঘাট দেখে যান তাহলেই বুঝতে পারবেন রাস্তার উন্নয়ন। তৃণমূল প্রার্থী দেব অারও জানসন, মাস্টার প্ল্যান অনুমোদন হয়েগেছে শুধু কেন্দ্র টাকা দেয়নি। টাকা দিলেই কাজ শুরু হবে। টাকা দেয়নি তার কারন ওরা কি বলে ততাহলে ভোট চাইবে এখানে। আমি জোর দিয়ে বলতে পারি গত ৭ বছরে ৭০ বছরের কাজ করেছে আমাদের সরকার। আমি সাধারম মানুষকে বেশী লোভ দেখাতে চাই না, আমি যতটা পারবো ততটাই বলবো এবং করবো। জিতলে অাবার ঘাটাল মাস্টার প্লান নিয়ে সংসদে বারে বারে সওয়াল করব। ঘাটালের পর দাসপুরের কলোড়াতেও একটি কর্মীসভা করেন দেব। উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক শংকর দোলই, মমতা ভূঞা। জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র,
এছাড়াও ব্লকের নেতৃত্ব সুকুমার পাত্র, তপন দত্ত, দিলীপ মাঝি, সুনীল ভৌমিক উপস্থিত ছিলেন।

Ghatal News
Exit mobile version