গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারদের ট্রেনিং ঘাটাল ব্লকে

আমার ঘাটাল

ISGP সেল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঘাটাল ব্লকে ঘাটাল মহকুমার ৪৮ টি গ্রাম পঞ্চায়েতের ৪৮ জন কন্টাকটারকে নিয়ে প্রশিক্ষন শিবির চলছে। ৩০ এবং ৩১ তারিখ দুদিন চলবে এই প্রশিক্ষন। প্রথমবার এই প্রশিক্ষন পাছে ঠিকাদাররা। ট্রেনার ISGP র এফএমপিএম শুভময় নাথ বলেন, রাজ্য থেকে এই ট্রনিং দেওয়া হছে অাগে হত না। মূলত এই ট্রনিং দেওয়ার কারন গ্রাম পঞ্চায়েতে অনেক ঠিকাদার নিয়ম কানুন মেনে করে না তাদেরকে পরিবেশ গত দিক থেকে অারও অার্থিক দিক থেকে অারও সচেতন করার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির করা। ঠিকাদাররা কি প্রশিক্ষন শিবিরের নিয়ম কানুন মেনে চলবে এই প্রশ্নের উত্তরে জানান বিল ISGP এবং ব্লক থেকে পরীক্ষা করার ব্যবস্থা অাছে কোয়ালিটি দেখে বিল পেমেন্ট করা হয়। ঠিকাদাররা মানবে নিয়ম কানুন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পশ্চিম মেদিনীপুর জেলার ISGP সেলের fmpm সুভময় নাথ ছাড়া উপস্থিত ছিলেন সৌমিক সেন। এছাড়াও ঘাটাল ব্লকের ISGP সেলের অাধিকারীক। ঠিকাদাররা কি অাদৌও প্রশিক্ষন শিবিরের কথা শুনবে না তার নিজের মর্জি মতো করবে। তাহলে প্রশিক্ষন শিবিরের সার্থকতা কতটা বাস্তবে হয় তার দিকেই তাকিয়ে থাকতে হবে।

Ghatal News

Leave a Reply