Site icon Ghatal News

কয়লা বোঝায় লরির ধাক্কায় টোটো বেহাল

কয়লা বোঝায় গাড়ি ধাক্কা মারলো টোটোতে। গতকাল সন্ধ্যে ৭ নাগাদ ঘাটালে একটি টোটো ঘাটাল পাঁশকুড়া বাসস্টপ থেকে কুশপাতা যাচ্ছিলো সেই সময় একটি লরি পিছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে ঘাটাল কুশপাতা পেট্রলপাম্পের কাছে।। ধাক্কা মারতেই টোটোটি দুমড়ে মুচড়ে যায়। জানা গেছে ধাক্কা মেরে লরিটি দূত গতিতে পালিয়ে যাওয়ার সময় লরিটির পাতি কেটে যায় এবং নিমতলার কাছে আটকে যায়। সেই সময় টোটো ইউনিয়নের সদস্যরা গাড়ি আটকে গাড়ির চালককে ঘাটাল থানায় নিয়ে যায়। ঘাটাল থানার পুলিশ গাড়িটিকে পরীক্ষা করতে গেলে তেমন কোন চিহ্ন না পাওয়ায় গাড়ির চালককে ছেড়ে দেন। কিন্তু গাড়ির পাতি কেটে যাওয়ার ফলে গাড়িটি সেখানেই থাকে। তারপর টোটো চালক সহ টোটো ইউনিয়নের সদস্যরা ঘাটাল থানায় যান অভিযোগ করার জন্য। তারপর গাড়ির চালককে ফের আনা হয় থানায়।লরির চালক প্রথমে বলেন টোটোতে তিনি ধাক্কা মারেননি, তিনি আসানসোল থেকে কয়লা নিয়ে আসছেন। তার আগে তাদের যে গাড়ি ছিল সে ধাক্কা মেরে পালিয়ে গেছে আর তাকে আটকানো হয়েছে। অনেক বচসার পর তিনি স্বীকার করেন তিনিই ধাক্কা মেরেছেন। টোটো চালক বলেন লরিটি তাকে ধাক্কা মরতেই তিনি আহতও হন, হাতে পায়ে চোট লাগে।নিমতলা স্ট্যান্ডে যারা টোটো চালায় তারা খবর দেয় লরিটি নিমতলার কাছে ফেসে গেছে। তারপর তারা তাকে সেখানে আটকায়। লরিটিতে টোটোর রং দেখতে পেয়েই তারা নিশ্চিত হন এই গাড়িটি ধাক্কা মেরেছে। জানা গেছে জনরোষে লরির চালককে মারধোরও করেন কিছু জনতা। শেষ মেষ ঘাটাল থানায় এসে স্বীকার করেন এবং ক্ষতিপূরণ দিতেও রাজি হন বলে জানা গেছে।

Ghatal News
Exit mobile version