Site icon Ghatal News

রাত পোহালেই রাখীবন্ধন উৎসব,বৃষ্টি চিন্তায় রাখছে ব্যবসায়ীদের

১০ আগস্ট, ঘাটাল নিউজ ডেস্কঃ রাত পোহালেই রাখি বন্ধন উৎসব।বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনও একটি। শ্রাবণী পূর্ণিমাতে পালিত হয়ে থাকে এই উৎসব।
আগামীকাল ১১ই আগস্ট পালিত হবে এই রাখি বন্ধন উৎসব।বৈদিক যুগে এই প্রথা রক্ষা সূত্র নামে প্রচলিত ছিল যা বর্তমানে রাখি পূর্ণিমা নামে পরিচিত।
এই উৎসবের পূর্বে ঘাটাল শহরে রাখির বিকিকিনির ছবিটা ঠিক কেমন দেখে নেওয়া যাক।গত দুই বছর যাবৎ করোনার প্রকোপে এই উৎসবে কিছুটা ভাটা পড়েছিল কিন্তু এই বছর করোনা কাঁটাকে দূরে সরিয়ে কিছুটা স্বস্তির মুখ দেখেছিল রাখি ব্যবসায়ীরা।
কিন্তু সেই খুশিতেও যেন বাধা হয়ে দাঁড়াল বর্ষন।এমনিতেই রাখির দাম বাড়ায় বেশি বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।তার ওপর রাখি পূর্ণিমার আগেই দুদিন ধরে বৃষ্টি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ রাখি ব্যবসায়ীরা।

Ghatal News
Exit mobile version