ঘাটাল ব্লকের ১নং অঞ্চল সুলতানপুর অঞ্চলে কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল। গতকাল ঐ অঞ্চলে মিছিল করে বিজেপি আর আজ তৃণমূল।বিধানসভা ভোটের আগে প্রচার চলছে জোরদার।তার সাথে কখনও যোগদান, কখনও মিছিল,কখনও বিক্ষোভ। আজ মিছিলে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ও ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।এই মিছিলে সামিল হয়েছেন গ্রমবাসীরাও বলে জানিয়েছেন বিধায়ক।
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের প্রতিবাদ মিছিল

kolkata,IN
thunderstorm with rain
25
°
C
25
°
25
°
94 %
4.6kmh
90 %
Thu
28
°
Fri
33
°
Sat
33
°
Sun
31
°
Mon
31
°