Site icon Ghatal News

চন্দ্রকোনায় বিজেপির পথ অবরোধ ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অাহত ৮

ঘাটাল নিউজ, ওয়েব ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : চন্দ্রকোনায় বিজেপির পথ অবরোধ ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, অাহত হয় অাট জন। গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করার ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনার ক্ষীরপাই শহরে বিজেপি মিছিল করে হালদার দীঘি মোড়ে ঘাটাল চন্দ্রকোনা রোডে প্রতিকী অবরোধ শুরু করে। এই সময় চন্দ্রকোনার বিধায়ক পথ অবরোধে অাটকে পড়লে গাড়ি থেকে নেমে তাঁর গাড়ি ছেড়ে দিতে অনুরোধ করলে বিজেপি কর্মিদের সাথে কথা কাটা কাটি শুরু হয়। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানার চেষ্টা করে কিন্তু বিজেপি কর্মীরা অবরোধে অনড় থাকে। বিজেপির অভিযোগ বিধায়কের নির্দেশে তৃণমূলের দুষ্কৃতকারীরা ঘটনাস্থলে এসে বিজেপির পতাকা ছাড়িয়ে নিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধর করে, এই ঘটনায় বিজেপির ৬ জন অাহত হয়। গুরুতর অাহত ২ জনকে ক্ষীরপাই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ধায়ক ছায়া দোলই জানান, একটি স্কুলে যাছিলাম অবরোধে অাটকে গেলে ছেড়ে দেওয়ার অনুরোধ করি কিন্তু তারা অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে অামাদের কর্মীরা এলে তাদেরকেও মারধর করে। বিজেপির ঘাটাল জেলার সাধারন সম্পাদক রামকুমার দে জানান, গতকাল অামাদের রাজ্য সভাপতির গাড়ি ভাঙচুর করার ঘটনার প্রতিবাদে পথ অবরোধ হয় ক্ষীরপাই মোড়ে, তৃণমূলের বিধায়ক দাঁড়িয়ে থেকে পুলিশে সামনেই বিজেপি কর্মিদের তৃণমূলের গুন্ডা দিয়ে পিটিয়ে অবরোধ তুলে দেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাছি। এই ঘটনায় চন্দ্রকোনা থানার পুলিশ বিজেপির ঘাটাল জেলার সাধারন সম্পাদক সুশান্ত মন্ডল এবং হালদার বেড়ের বুথ সভাপতি মোহন ঘোড়ইকে অাটক করেছে পুলিশ।
Ghatal News
Exit mobile version