Site icon Ghatal News

ঘাটালে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ঘাটাল নিউস ডেস্ক, ১২ এপ্রিল : এক বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ গতকাল খাসবাড় বলরামপুর গ্রামে বিজেপির একটি মিছিল ছিল। সেই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চার সভাপতি স্বরুপ সামুই।সেই মিছিল থেকে রাস্তায় অনেক পতাকা লাগানো হয়েছিল। আজ সেই পতাকাগুলি তৃণমূলের কিছু কর্মীরা ছিঁড়তে গেলে বিজেপি কর্মী গঙ্গারাম কারক বাঁধা দিতে যায়। তখন তাদের সাথে বচসা বাঁধে।তারপর গঙ্গারাম কারকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বিজেপি নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়।গঙ্গারাম কারকের মাথায় চোট লাগে। তিনি এখন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক রামকুমার দে বলেন, গতকাল বিজেপির বিশাল মিছিল দেখে তৃণমূল ভয় পেয়ে যায়।আজ ঐ গ্রামের তৃণমূল কর্মী গোপাল কারক,উত্তম কারক-দের নেতৃত্বে পতাকা ছিঁড়তে গেলে আমাদের কর্মী গঙ্গা কারকের সাথে বচসা হয় এবং হাতাহাতি হয়।গঙ্গা কারকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়।বিজেপির তরফে থানায় একটি অভিযোগ করা হচ্ছে।তবে তৃণমূল নেতৃত্ব একথা অস্বীকার করেছে। ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন কোন মারধরের ঘটনা ঘটেনি। নিজেরাই ভুল প্রচার করছে।

Ghatal News
Exit mobile version