অারামবাগে তৃণমূলের মিছিলে ষাড়ের হামলা, অাহত ৬

মেদিনীপুর- ঝাড়গ্রাম

তৃনমূলের মিছিলে হামলা, আহত পাঁচ,
তারকেশ্বরে তৃনমূলের প্রচার চলাকালীন মিছিলে হামলা, ঘটনায় আহত পাঁচ তৃনমূল কর্মী। তৃনমূল প্রার্থী তথা গতবারের বিদায়ী সাংসদ কোনো রকমে পালিয়ে বাঁচেন। তবে এক্ষেত্রে অভিযোগ কোনো বিরোধী দলের দিকে নয়,অভিযোগ দুটি ষাঁড়ের দিকে। মঙ্গলবার বিকালের দিকে তারকেশ্বর এর নতুন বাসস্ট্যান্ডে র কাছ থেকে প্রচুর কর্মী সমর্থক দের নিয়ে প্রচার মিছিল শুরু করেন তৃনমূল প্রার্থী অপরুপা পোদ্দার। মিছিল পদ্মপুকুর মোড়ের কাছাকাছি যাওয়ার পরই মিছিলে ঢুকে পড়ে দুটি ষাঁড়। একটি লাল একটি কালো, মুহুর্তে এলাকায় তান্ডব শুরু করে তারা। ষাঁড়ের গুতো থেকে বাঁচতে ছুটোছুটি শুরু করে দেন মিছিলে অংশগ্রহণ কারীরা। ছুটোছুটি র মধ্যে পড়ে গিয়ে জখম হন পাঁচ জন। প্রার্থীকে কোনো রকমে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তা কর্মীরা। মুহুর্তে ভেঙে যায় মিছিল। আহতদের তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দুজনের আঘাত গুরুতর। কিন্তু এ বিষয়ে বিরোধী দল বা নির্বাচন কমিশন কাউকেই দায়ী করতে পারা যায়নি।

Ghatal News

Leave a Reply