Site icon Ghatal News

জেলা পরিষদে শুরু হল তাঁত বস্ত্র মেলা ও প্রদর্শনী

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক: ২৬ সেপ্টেম্বর।
রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদ প্রাঙ্গণে আজ থেকে শুরু হল ৩৬ তম তাঁত ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। প্রদীপ প্রজ্জ্বলন ও ৩৬ জন ঢাকি দ্বারা ঢাক বাজানোর মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদ সদস্য তপন দত্ত, শৈবাল গিরি, অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি,বিধায়ক ছায়া দোলই, চেয়ারম্যান নির্মল চৌধুরী, হীরালাল ঘোষ প্রমুখ। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক মনিমালা হাঁসদা সহ আন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে নানা ধরনের হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পীরা তাদের শিল্প সম্ভার নিয়ে হাজির হয়েছেন। গতবারের তুলনায় এবার আরো ভাল বাজার হবে বলে তাদের আশা। মেলার প্রথম দিনেই ভীড় ছিলো চোখে পড়ার মতো।

Ghatal News
Exit mobile version