Featured Video Play Icon

তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে বিজেপি: শুভেন্দু অধিকারী

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবে। আইপ্যাক এবং পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে।।
ভোট গণনার আগের দিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় ঘাটালে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই দিন তিনি বিজেপি কাউন্টিং এজেন্টদের সাথে বৈঠক করেন।

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব কর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন, যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির থেকে বেশি সংখ্যায় আসন পাবে।
এই বিষয়ে শুভেন্দুর কাছে জানতে চাইলে, তিনি বলেন, দেব মানে যে এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল?
তিনি দেব কে চোর বলে উল্লেখ করেন । ডাকাতের প্রশ্নের উত্তর দেবেন না বলে বলেন।

এই দিন তিনি সুপ্রিম কোর্টের তিনটি স্থগিতাদেশের কথা উল্লেখ করে ,সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের গালে তিন থাপ্পড় মেরেছে বলে বলেন।
তিনি নন্দীগ্রামের বিজেপি নেতাদের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে দিয়ে মামলা করানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দিয়েছে সেই প্রসঙ্গ উল্লেখ করেন।
এছাড়াও শুভেন্দু প্রণত টুডু কে মমতা ব্যানার্জির জিহাদীরা প্রকাশ্যে মেরেছে। তারপরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছে। সুপ্রিম কোর্ট এই কেসেও স্থগিতাদেশ দিয়েছে।
রেখা পাত্র র বিরুদ্ধে যে জামিন অযোগ্য মামলাতে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শুভেন্দু বলেন, আমরা ঈশ্বরের বিশ্বাস করি, এর বিচার হবে।

Ghatal News