Site icon Ghatal News

অসংগঠিত শ্রমিক পরিবারদের মৃত্যুকালীন অনুদান তুলে দিলেন মন্ত্রী

ঘাটাল নিউজ ডেস্ক , ৫ অক্টোবর :  শ্রম দপ্তরে চেক তুলে দিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জী।

মহকুমা শাসকের নির্দেশক্রমে এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে ঘাটালে অসংগঠিত শ্রমিক পরিবারদের মৃত্যুকালীন অনুদান তুলে দেয়া হল।
প্রথম দিন প্রতীকী হিসেবে প্রায় ৯৫ জনের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।
ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তিনি এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানান। এই সময়ে তার ঘাটালে আসার কথা না থাকলেও মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে তিনি এসেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, সরকার কখনো সব সমস্যা সমাধান করতে পারে না কিন্তু আমরা যে কোন মুহূর্তে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।
উল্লেখ্য মহকুমায় ৪৭০ টি অসংগঠিত শ্রমিক পরিবারকে মৃত্যুকালীন অনুদান মঞ্জুর হয়েছে।
এদের মধ্যে আজ মঙ্গলবার প্রতীকী হিসেবে ওই পরিবার গুলিকে অনুদান তুলে দেওয়ার কাজ শুরু হলো।
শ্রম দপ্তরের নথিভূক্ত অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু হলে ৫০ হাজার এবং দুর্ঘটনা জনিত মৃত্যু হলে দু’লাখ টাকা অনুদান পাবেন ওই শ্রমিকের পরিবার।
ঘাটাল মহকুমার জন্যপ্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা অনুদান এসেছে।
এদিনের অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ,অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হর্ষবর্ধন দাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর, দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আসিস হুদাইত, দিলীপ মাজি।

Ghatal News
Exit mobile version