Site icon Ghatal News

ডাইনি সন্দেহে ঘরছাড়া পরিবার, গ্রামে গিয়ে জাতিগত শংসাপত্র বিলি মহকুমাশাসকের

ঘাটাল নিউজ ডেস্ক, ৪ জুনঃ ডাইন সন্দেহে ঘরছাড়া পরিবার, গ্রামে গিয়ে সচেতনতার বার্তা দিলেন ঘাটের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
চন্দ্রকোনা এক ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে ডাইন সন্দেহে দিনু ভাদুড়ী নামে একজনকে মারধর করা হয়।গ্রাম ছাড়া হয় ওই পরিবার।
শনিবার ওই গ্রামে গেলেন ঘাটালের মহকুমা শাসক।
মহকুমা শাসক গ্রামের মানুষদের সাথে কথা বলেন।
প্রশাসনকে নির্দেশ দেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য।

আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে ডাইনি অপবাদে ওই পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে।
মহকুমা শাসক গ্রামের মানুষ দের বোঝান।
ছিলেন ওই ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, আশা কর্মী, ভিআরপি,স্থানীয় শিক্ষক এবংএলাকার শিক্ষিত ব্যক্তিরা।
এই দিন আদিবাসী সম্প্রদায়ের ৩৫ জন কে উপজাতি শংসাপত্র দেয়া হয়। কয়েকটি জাতিগত শংসাপত্রের আবেদন গ্রহণ করা হয় এই দিন।
গ্রামে বসে আবেদন পত্র পূরণ, মোবাইলে উপভোক্তাদের ছবি তোলার ব্যবস্থা করা হয়।
বাসিন্দাদের ব্যাঙ্কের পাশ বই, আধার আপডেট ,পাট্টার রেকর্ড জমির কাগজপত্রের সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় এই দিনেই
এই বিষয়ে মহকুমা শাসক বলেন,ওই এলাকার জনজাতির মানুষজনকে বুঝিয়ে বলা হয়েছে সচেতনতার জন্য। আমাদের সবাইকে এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে সচেতনতার জন্য।

Ghatal News
Exit mobile version