কেশপুরে লুঙ্গি বাহিনী তাণ্ডব চালিয়েছে।
ভোট লুট হয়েছে তা সত্ত্বেও বিজেপি ঘাটাল লোকসভা কেন্দ্রে জয়লাভ করবে বলে বললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়।
২৯ মে তিনি ঘাটাল কলেজে এসেছিলেন।
ঘাটাল কলেজে লোকসভা ভোটের ইভিএম স্ট্রং রুমে আছে ত্রিস্তরীয় নিরাপত্তায়।
তিনি এই বিষয়ে খোঁজখবর নেন এবং সিসি ক্যামেরা গুলি দেখেন।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন ,আমাদের ভাইরা পাহারা দিচ্ছে।
সবাই কেমন আছে আমি দেখতে এসেছিলাম।
এই গরমেও দলমত নির্বিশেষে সবাই আছে।
কেশপুরের ৭১ এবং ৭৪ নম্বর বুথে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তৃণমূল কর্মীরা তাদের দলীয় চিহ্নে ভোটারদের ভোট দিতে বলছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি।। এখনো পর্যন্ত কোনো জবাব আসে নি নির্বাচন কমিশন থেকে।
তিনি বলেন ভোটের দিন কেশপুরে লুঙ্গী বাহিনী ছিল। আগুন জ্বালিয়ে তান্ডব করছিল।
এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোন সদউত্তর পাওয়া যায়নি।
কেশপুরে গণতন্ত্র হত্যা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এই বিষয়ে আদালতে যাওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন দল সিদ্ধান্ত নেবে।
তার দাবি ভোটের দিন কেশপুরে আই পাকের লোকেরা পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছিল।
কেশপুর, সবং, পিংলা তে ভোট লুঠ হয়েছে।
যদি ভোট লোড না হত তাহলে দু লাখ ভোটের ব্যবধানে বিজেপি জয়লাভ করত।
তো ভোট লুট হয়েছে তাই ৩০ হাজার ভোটে হলেও বিজেপি জিতবে বলে তিনি বলেন।
ঘাটালে স্ট্রং রুম পরিদর্শনে হীরন, ২০ হাজার ভোটে জেতার দাবী
Ghatal News