ওয়েস্ট বেঙ্গল এ্যাসেম্বলি হাউস উইনটার ফ্লাওয়ার শো কমপিটিশন ঘাটাল থেকে পুষ্প প্রেমি ও সরকারী কর্মচারী পুর্নেন্দু হড় অংশ গ্রহন করেন। চন্দমল্লিকা বিভাগে বড় ফুলে ওনার শ্রেষ্ঠ ফুল নির্বাচিত হয়েছে তাঁর নাম পিটার মে। বেষ্ট গ্রুপ হয়েছেন তাঁরই চন্দ্রমল্লিকা ফুল এর সাথে সাথে স্পিকার চ্যালেঞ্জ ট্রফি পাছেন। সর্বমোট ৮ টি প্রথম পুরস্কার ২ টি দ্বিতীয়, ২ টি তৃতীয়, ৫ টি চ্যালেঞ্জ ট্রফি পাছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে ১৫০ প্রতিযোগির ফুল। ২৭ তারিখ প্রাইজ দেওয়া হবে জানা গেছে। ফ্লাওয়ার শো চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ঘাটালের পুর্নেন্দু বাবু দীর্ঘ ১৫ বছর প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। ৫৭ বছর বয়সেও ফুলের জন্য নিবেদিত প্রান পুর্নেন্দু বাবুর। গৃহকর্মের সাথে সাথে ওনার সহধর্মিনী কৃষ্ণা হড় পূর্ন সহযোগিতা করেন।
