Site icon Ghatal News

শীলাবতী নদীর জলের উচ্চতা জেনে নিন

নিম্ন চাপের টানা বৃষ্টিতে এবং জলাধার গুলি থেকে জল ছাড়ার কারণে ঘাটালের নদী গুলিতে জল বাড়তে শুরু করেছে। পুজোর আগে বড়োসড়ো বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে সকাল ন’টায় 16.01 মিটার উচ্চতায় এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে জল বইছে। ওই পয়েন্টে এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উচ্চতা রয়েছে 15.69 মিটার এবং শিলাবতী নদীর গাদিঘাট পয়েন্টে সকাল ন’টায় 8.77 মিটার উচ্চতায় জল বইছে এখানে প্রাইমারি ডেঞ্জার লেভেলের নিচে জল বইছে এখানে পিডিএল 8.38 মিটার।রুপনারায়ন নদীর বন্দর পয়েন্টে
সকাল ৯ টায় 7.31 মিটার উচ্চতায় ডেঞ্জার লেবেলের উপর জল বইছে এখানে( DL 6.85 মিটার) রানিচক পয়েন্টে 5.94 মিটার উচ্চতায় ডেঞ্জার লেবেলের উপর জল বইছে এখানে (DL 5.33)
গোপীগঞ্জে পয়েন্টে 4.91 মিটার উচ্চতায় জল বইছে এখানে( DL 5.33 মিটার) এবং ওল্ড কাসাই নদীর কলমীজোড় পয়েন্টে 9.525 মিটার উচ্চতায় ডেঞ্জার লেভেলের উপর জল বইছে ওইখানে ডেঞ্জার লেভেল(DL) 9.29 মিটার। শীলাবতী নদী ও ঝুমি নদীর জল বাড়তে থাকায় বন্যার পরিস্থিতি ঘোরালো হতে চলেছে।

Ghatal News
Exit mobile version