ঘাটালে শীলাবতী নদীর জল স্লুইসগেট দিয়ে প্রবেশ করছে!

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

অকেজো স্লুইসগেট দিয়ে জল ঢুকে ভাসিয়ে দিত কৃষিজমি। কিন্তু প্রশাসনের চেষ্টায় আপাতত এই বিপদ থেকে রক্ষা হলো। আজ রবিবার বিকেলের ঘটনা ।ঘাটাল পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে শ্লুইস গেট দিয়ে পাশাপাশি কৃষিজমি গুলিতে জল ঢুকতেশুরু করে। দীর্ঘদিন যাবৎ ওই স্লুইসগেট টি বেহাল ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে শিলাবতী নদীতে জল বাড়ছে। এর ফলে জল ওই স্লুইস গেট দিয়ে ঢুকে পাশাপাশি কৃষি জমিতে ঢুকতে শুরু করে ।স্থানীয় বাসিন্দারাপ্রশাসনে খবর দেন ।ঘটনাস্থলে দ্রুত যান এসডিও অসীম পাল ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ।বিধায়ক শংকর দোলুই ঘটনাস্থলে যান । মহাকুমা সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছান। সেচ দপ্তর আপাতত স্লুইসগেট দিয়ে জমিতে জল ঢোকাবন্ধ করার ব্যবস্থা করেছে । প্রশাসনের তরফে স্লুইস গেট।সংস্কার করা হবে বলে জানানো হয়েছে । তবে আরও জল বৃদ্ধি পেলে অবস্থা কি হবে তা নিয়ে আশঙ্কায় আছেন স্থানীয় মানুষজন ।

Ghatal News