নতুন জামা-কাপড় চায় না তারা চায় স্থায়ী সমাধান

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ৬ অক্টোবর :  জীবন-জীবিকার মতো বন্যা প্রভাব ফেলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দেও।  দাগ কেটেছে কচি কাচাদের মনেও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার চৈতন্যপুরে  শিলাবতী নদী কেড়ে নিয়েছে তাদের মাথা গোঁজার আশ্রয়টুকুও। পুজোর মুখে সব হারিয়ে অসহায় তারা। এবার পুজোয় নতুন জামা নয় খুদেদের  দাবি কংক্রিটের বাঁধ চাই তাদের।  মন ভারাক্রান্ত তারা চাইছে যাতে ভবিষ্যতে এরকম পরিস্থিতির আর মোকাবিলা করতে না হয়। ঘরবাড়ির জলে ডুবে থাকায় বাবা-মায়ের সঙ্গে অন্যত্র স্কুলে গিয়ে থাকছে তারা l  তাদের অনেকেরই বসতবাড়িটি শিলাবতী নদীর গর্ভে চলে গেছে। ছোট হলেও তারাও বোঝে বাড়িঘর হারিয়ে তারা আজ কত অসহায় l শারদীয়া পুজোয় তারা আর নতুন জামা-কাপড় চায় না তারা চায় স্থায়ী সমাধান। চৈতন্যপুর গ্রামের তিনটি বাড়ি ইতিমধ্যেই শিলাবতীর গর্ভে চলে গেছে l অনেক বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে বলে আতঙ্কে গ্রাম ছাড়ছেন সেখানকার বাসিন্দারা ।

Ghatal News