Site icon Ghatal News

মহকুমাশাসক নিজেই পুরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সাথে

ঘাটাল নিউজ ডেস্ক ঃঃ
নিজের শহর, নিজের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেই পরিবেশ এবং পৃথিবী পরিচ্ছন্ন থাকবে।
এই বার্তা মানুষের কাছে পৌছে দিতে সচেষ্ট হয়েছেন ঘাটাল এর মহকুমা শাসক সুমন বিশ্বাস।
মহকুমা শাসক রবিবার ক্ষীরপাই পুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিজেই রাস্তায় নামলেন।
মহকুমা শাসকের নেতৃত্বে এদিন ক্ষীরপাই পুরসভার পুর প্রশাসককে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালান।
মহকুমা শাসক নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হাত লাগান ।

মহকুমা শাসক সুমন বিশ্বাস মানুষজনকে সচেতন করে আবর্জনা ভ্যাট এর মধ্যে ফেলার কথা বলেন। মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য যত্রতত্র আবর্জনা না ফেলা এবং জল জমিয়ে না রাখার কথাও তিনি বলেন।
ব্যবসায়ী থেকে গৃহস্থ সবাইকে তিনি এ বিষয়ে সতর্ক করেন।

উল্লেখ্য এর আগেও মহকুমা শাসক ঘাটাল ও চন্দ্রকোনা শহরে সাফাই অভিযান করেছিলেন।
ক্ষীরপাই পৌর প্রশাসক বীরেশ্বর পাহাড়ি বলেন, এদিন সাফাই অভিযান এর মাধ্যমে সার্বিকভাবে পরিবেশ সুরক্ষার আবেদন করা হয়েছে।এই অভিযানে ছিলেন মহকুমাশাসক সুমন বিশ্বাস , পুর প্রশাসক বীরেশ্বর পাহাড়ি, প্রাক্তন চেয়ারম্যান দূর্গা শংকর পান, পুরসভার স্যানিটারী ইন্সপেক্টর দীপা দিন্ডা, পুরসভার কর্মী দেবদাস পাল, ত্রিদিব চক্রবর্তী সহ সাফাইকর্মীরা।এছাড়া টাস্ক ফোর্সের উৎপল পাল গোপাল ঘোষ কুমার কর।
এই অভিযানে
পুরসভা থেকে ক্ষীরপাই ফাঁড়ি, হাটপাড়া চত্বর সহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হাটপাড়ার কাছে একটি দোকানের সামনে ড্রেনে পলিথিন মাটি জমা থাকায় ক্ষুব্দ হন মহকুমাশাসক। এরপর তিনি হালদারীঘিতে গিয়ে রাস্তার পাশে ফলদোকানগুলিকে রাস্তা থেকে সরিয়ে নিতে বলেন এবং ঐ এলাকার মানুষজনের কোথা বলেন। এরপর ক্ষীরপাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে খতিয়ে দেখেন, নির্দেশ দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ও গাছ লাগানের কথা বলেন বলে পুর প্রশাসক বীরেশ্বর পাহাড়ি জানিয়েছেন। মহকুমাশাসক অারও জানান
নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলেন এবং ১০ দিন পর তিনি ফের ভিজিটে অাসবেন ক্ষীরপাই পুরসভাতে জানিয়েছেন।

Ghatal News
Exit mobile version