Site icon Ghatal News

ঘাটাল মহাকুমায় বন্যা পরিস্থিতি, পরিদর্শনে মহকুমাশাসক

ঘাটাল নিউজ ডেস্ক , ১৬ সেপ্টেম্বর ঃঃ

লাগাতার বৃষ্টিতে ঘাটাল মহাকুমায় বন্যা পরিস্থিতি।

বৃহস্পতিবার দাসপুর ব্লকের রাজনগর ,রাজনগর পশ্চিম, হোসেনপুর, রামদেবপুর, বাছারা কুন্ডু র বন্যা প্লাবিত এলাকা নৌকোয় করে পরিদর্শন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

উল্লেখ্য দাসপুর ১ ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের রাজনগর সহ বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হয়েছে।
গতবারের বন্যাতে শিলাবতী এবং কংসাবতী নদী বাঁধ এর ভেঙে যাওয়া অংশ দিয়ে জল প্রবেশ করে গ্রামগুলি প্লাবিত হয়েছে।
মহকুমা শাসক বন্যা পরিদর্শনের সময় বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তিনি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
জানা গিয়েছে রামদেবপুর প্রাইমারি স্কুল এবং গুরলি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং শিবির গুলিতে ১৪০ জন রয়েছেন।
বন্যা পরিদর্শনের সময় মহকুমা শাসক এর সাথে ছিলেন বিডিও বিকাশ নস্কর, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনিল দল বেরা কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র।

Ghatal News
Exit mobile version