Site icon Ghatal News

মহকুমাশাসকের নেতৃত্বে ঘাটালে চোলাই ঠেকে অভিযান, গ্রেফতার ২

ঘাটাল নিউজ ডেস্ক , ২৭ অক্টোবর ঃ ঘাটালে চোলাই ঠেকে রাত ভোর অভিযানে গ্রেফতার ২।

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে  মনসুকা, হরিশপুর, মনোহরপুর বেলতলায় ভোর রাত থেকে চোলাই মদের ঠেকে অভিযান চলে । ২ জন গ্রেপ্তার করা হয়েছে। প্রচুর পরিমানের ফারমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে ।চোলাই মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে অাফগারী দপ্তর। এই অভিযানে মহকুমাশাসক ছাড়া ছিলেন অাফগারী দপ্তরের ওসিরা ও ঘাটাল থানা ও দসপুর থানার পুলিশ। ছিলেন অাবগারী দপ্তরের ডেপুটি এক্সাইস কালেক্টর সুপ্রজিত হীরা।

 

Ghatal News
Exit mobile version