স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের বিরুদ্ধে ঘাটালে কনভেনশন হল

আমার ঘাটাল

রাজ্য সরকারের ২০১৮ রুল অনুযায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা প্রাইভেট টিউশন পড়ানো যাবেনা। শিক্ষকদের টিউশন বন্ধ করে স্কুলে শিক্ষার মান উন্নত করা এবং সামাজিক ভাবে স্কুল শিক্ষকদের কালো টাকা ইনকাম বন্ধ করা। শিক্ষকদের টিউশন রোধ করতে পথে নামছে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যান সমিতি। অাজ ঘাটালে ২০০ প্রাইভেট শিক্ষকদের নিয়ে গনকনভেশন হল বরদা চৌকানে। দাবী শিক্ষকদের টিউশন বন্ধ করতে বাড়িতে যাওয়াই হবে বলে জানান। এই কমিটির কার্যকারী সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান, সরকার শিক্ষকদের টিউশন না করার জন্য সার্কুলার জারী করেছেন সেই সার্কুলারকে যাতে মান্যতা দেওয়া হয় এবং কার্যকারীতা করা হয় তাঁর জন্য এই কনভেনশন। ২০১৮ সালে অাইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং শিক্ষকরা লিখিত মুচলেকা দিয়েছে টিউশন করবে না তবুও টিউশন করছে। প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল নম্বর পাইয়ে দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের মোটিভেট করে টিউশন পড়াতে ব্যাস্ত স্কুল শিক্ষকরা। স্কুলে পড়াশুনার মান খারাপ হছে যাতে স্কুলে পড়াশুনার মান ফিরে অাসে তাঁর জন্য অান্দোলন। অনৈতিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অামাদের অান্দোলন। রাস্তায় নেমে অান্দোলন করব এবং সরকারের দৃষ্টি অাকর্ষন করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জোরদার অান্দোলনে নামব অামরা। স্কুল শিক্ষকদের বাড়ি বাড়ি যাওয়া হবে না করলে ঐ স্কুল শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীকে জানানো হবে।

Ghatal News

Leave a Reply