Site icon Ghatal News

শারদ-সেরার সন্ধানে ‘ঘাটালের আবেগ’

শারদ-সেরার সন্ধানে ‘ঘাটালের আবেগ’

Sentiment of Ghatal-এর পরিচালনায় প্রথমবার, ঘাটাল শহরের ‘শারদ সেরার খোঁজে’। থিম-সাবেকির টক্করে কোথাও যেন হারিয়ে যাচ্ছে উৎসবের আবেগ। পাড়া-বারোয়ারির আমেজও কেমন ফিকে। আর সেই আবেগ-ঐতিহ্যকে ফিরিয়ে আনতে Sentiment of Ghatal-এর পরিচালনায় শারদ সেরার সন্ধানের প্রয়াস। সংগঠনের নেতা কনি আনসারি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতিই ঘাটালের পরম্পরা, চিরাচরিত ঐতিহ্য। সম্প্রীতি রক্ষা করা এবং ঘাটালবাসীর কাছে উৎসবের পুরনো আমেজ ফিরিয়ে আনার চেষ্টায় Sentiment of Ghatal-এর এই উদ্যোগ। আগামী বছর, আরও বড় করে এবং পুরো মহকুমা জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান কনি আনসারি। তিনি মনে করিয়ে দেন, সমাজের দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকাটাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।

Ghatal News
Exit mobile version