Site icon Ghatal News

চন্দ্রকোনায় সম্প্রীতির সরস্বতীতে অভিনেত্রী শতাব্দী রায়

শান্তি, মৈত্রী, প্রগতি, সংহতি জাতি ধর্ম বর্ন নির্বিশেষে বিভিন্ন ধর্মের সমন্বয়ের ভিত্তিতে সম্প্রীতি সরস্বতীপূজার অায়োজন করেছেন চন্দ্রকোনার অাইনজীবি সমীর ঘোষ। সম্প্রীতি সরস্বতীপূজার উদ্বোধন করেন চলচিত্র জগতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন বিধায়ক ছায়া দোলই, শংকর দোলই, চেয়ারম্যান অরুপ ধাড়া, দূর্গাশংকর পান, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। শতাব্দীকে অাইনজীবীর বাড়িতে বরন করে নেয় অাইনজীবি সমীর ঘোষের সহধর্মিনী রীতা ঘোষ ও পুত্র সৌরভ ঘোষ কন্যা সুরভী ঘোষ। সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায় সম্প্রীতি সরস্বতীপূজা উদ্বোধন করে বলেন, এই ধরনের সরস্বতীপূজা ব্যাতিক্রম এবং সব ধর্মের সব জাতিকে নিয়ে এই পূজার তাৎপর্য তুলে ধরেন। তিনি অারও বলেন, এই সম্প্রীতি পূজোয় কোন ভেদাভেদ নেই এর ফলে সমাজের ঐক্য অটুট ও অক্ষুন্ন থাকবে। এখনকার সময়ে এই উদ্যোগ সমাজে শান্তির বার্তা বহন করবে। এই সম্প্রীতির অায়োজক অাইনজীবি সমীর ঘোষ জানান, সমাজে সম্প্রীতির মনোভাব হারিয়ে যাছে তাই সমস্ত জাতির মানুষকে এক করে এই সম্প্রীতি পূজো করে নতুন বার্তা নিয়ে অাসবে মনে করি

Ghatal News
Exit mobile version