Site icon Ghatal News

শালবনিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পথে নামলো শুভেন্দু অধিকারী

ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৯ মে : লবনিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পথে নামলো তৃণমূল | বুধবার শালবনি বাজার থেকে মন্ডলকুপী পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হামলাকারী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এবং সিপিএমের হার্মাদদের হুঁশিয়ারি দিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের পরিবহন ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী | এদিন বিকেলে শালবনি বাজার থেকে মিছিল শুরু হয় | মিছিলের প্রথম সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী , মানস ভুইঁয়া , জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি , বিধায়ক শ্রীকান্ত মাহাতো , জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা , শালবনি তৃণমূল ব্লক সভাপতি নেপাল সিংহ , যুব নেতা গৌতম বেরা |
হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান | মন্ডলকুপীতে যে পার্টি অফিসটি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিল এদিন সেখানে দুদিন আগেই সেটি মেরামত করে আবার দলীয় কাজ শুরু করেছে তৃণমূল |

শালবনির বালিজুরীতে ১৮ টি আদিবাসী পরিবারের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিজেপি দুষ্কৃতীরা | ভাদুতলায় তৃণমূল যুব নেতার বাড়ি ভাঙচুর করে তাঁকে মারধর করা হয়েছে | বাড়ির বৃদ্ধা মহিলাকেও মারধর করা হয়েছে | চকতারিণী গ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে ঘরছাড়া করা হয়েছে |
এসব অত্যাচারিত মানুষ এদিন প্রতিবাদ , প্রতিরোধের মিছিলে পা মেলান | বিজেপির খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে শ্লোগান দেন |
এদিন শুভেন্দু বলেন , ‘ ২০১১ সালে এই জেলায় সিপিএমের সন্ত্রাস আমিরা রুখেছি | এবারও গেরুয়া সন্ত্রাস রূখে দেব | গনত্রন্ত্রে হারজিত আছে | তা বলে হিংসা কেন থাকবে ? দখলদারির রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না | ‘

কর্মীদের বলেন , ‘ মনোবল অটুট রাখবেন | সিপিএমের হার্মাদরা গেরুয়া জামা পড়ে বাড়ি ভাঙছে , লুট করছে | পার্টি অফিস দখল করছে নেতা কর্মীদের মারধর করছে | আর এসব দেখে আমরা চুপ করে বসে থাকব না | যে ভাষা ওরা বুঝবে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে | ‘

Ghatal News
Exit mobile version