চন্দ্রকোনা পুরসভার উদ্যোগে চন্দ্রকোনা হাসপাতালে সাফাই অভিযান হলো

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক , ২৭ সেপ্টেম্বর:  পরিবেশের বিভিন্ন দিক যদি পরিচ্ছন্ন রাখা যায় তাহলে দূষণ হীন পৃথিবীর স্বপ্ন দেখা যেতে পারে।
সেই লক্ষ্যকে সামনে রেখে সোমবার চন্দ্রকোনা পুরসভার উদ্যোগে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বিশেষ সাফাই অভিযান হলো।
চন্দ্রকোনা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য গোবিন্দ দাস জানান, এই দিন প্রায় পঞ্চাশ ষাট জন সাফাই কর্মী কে নিয়ে হাসপাতালের বাইরে এবং ভেতরে বিশেষ অভিযান হয়। হাসপাতালের সামনে এলাকা এবং ভ্যাট সহ রাস্তা সবকিছু পরিষ্কার করা হয়।
এই অভিযানে ছিলেন চন্দ্রকোনা পুরসভার প্রশাসক বিলু মান্না, বি এম ও এইচ ডাক্তার স্বপ্ননীল মিস্ত্রি ,ডাক্তার গৌতম পতিহার, ডাক্তার পার্থ সারথী সিট সহ অন্যান্যরা।
পরবর্তীকালে ওই ধরনের সাফাই অভিযান হবে বলে গোবিন্দ বাবু বলেন।

Ghatal News