Site icon Ghatal News

সাবধান, ঘাটাল থানায় শব্দ মাপক যন্ত্র চলে এসেছে

রাজ্য দূষন নিয়ন্ত্রন দপ্তর দূষন ঠেকাতে জেলা পুলিশকে প্রতিটি থানায় শব্দ মাপক যন্ত্র পাঠিয়েছে। ঘাটাল থানায়ও এই যন্ত্র চলে এসেছে। মূলত: এই যন্ত্র ডিজে বক্সের সাউন্ড, বাসের হর্নের সাউন্ড, শব্দ বাজিরর সাউন্ড মাপা যাবে। মাত্রাতিরিক্ত শব্দ হলেই সেইখানে ঘাটাল থানার টিম পৌঁছে যাবে এবং শব্দ মাপক যন্ত্র দিয়ে সাউন্ড মাপবে। রাজ্য দূষন নিয়ন্ত্রন কর্তৃক সাউন্ড লিমিটের বেশী হলেই অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারও করা হবে। তাই অাপনারা সাবধান হন। শব্দ বাজি ফাটাবেন না। ডিজে বক্স বাজাবেন না। এই মেশিন ঘাটাল থানায় চলে অাসায় খুশি ঘাটালবাসী। কোথাও ডিজে বক্স বাজলে বা শব্দ বাজি ফাটালে ঘাটাল থানায় খবর দিন তৎক্ষনাত শব্দ মাপক যন্ত্র নিয়ে ঘাটাল থানার টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে। অাজ থেকেই এই যন্ত্র কাজ করতে শুরু করেছে। এই যন্ত্র অন করলেই ডিসপ্লেতে উঠবে কত সাউন্ডে মাইক বাজছে বা বাসের হর্নের সাউন্ড কত বা শব্দ বাজির সাউন্ড কত। পাঁচ মিটার দূরত্বের মধ্যে এই সাউন্ড নিখঁুত মাপা যাবে। কোথাই বাজছে এই শব্দ তাঁর তথ্য প্রিন্ট অাকারে বেরিয়ে অাসবে এবং মেশিনে রেকর্ড থাকবে। বয়স্করা শব্দ দানবের হাত থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করছে ওয়াকিবহলমহল।

Ghatal News
Exit mobile version