রূপনারায়ণের পাড় ধসে নদীগর্ভে তলিয়ে গেল কয়েকটি বাড়ি

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর :  বন্যা পরিস্থিতি কাটতে না কাটতেই আবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল দাসপুরবাসী। শনিবার সকাল থেকেই দাসপুর 2 নম্বর ব্লকের গোপিগঞ্জের কালিতলা এলাকায় রূপনারায়ণের পাড় ধসে গিয়ে নদীগর্ভে তলিয়ে গেল বেশ কয়েকটি বাড়ি, জানিয়ে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল থেকেই গোপিগঞ্জ এর রূপনারায়ন নদীর তীরবর্তী এলাকা কালিতলায় প্রায় 200 ফুটের একটি বড়সড় ফাটল দেখা যায় নদী পাড়ে। বেলা বাড়ার সাথে সাথে সেই পাথর ভয়ঙ্কর আকার ধারণ করে এবং নদী তীরবর্তী একের পর এক দোকানঘর সহ বসতবাড়ি হেলে পড়ে নদীর দিকে। ইতিমধ্যেই বেশ কিছু বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে।সন্ধ্যে আটটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা 10 পেরিয়ে গেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌছেগেছেন।এলাকা পরিদর্শন করেছেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁঞ্যা। একই সাথে দাসপুর থানার পুলিশ এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অস্থায়ী কয়েকটি ছাউনি করে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন দের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় নেতা অনিরুদ্ধ আলম জানিয়েছেন সকাল থেকেই পরিস্থিতি মোকাবেলায় তারা তৎপর রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের অস্থায়ী ছাউনিতে রেখে খাওয়ার ব্যবস্থা করেছেন তারা।

Ghatal News