পথ দূর্ঘটনায় মৃত্যু ঘাটালের ব্যবসায়ীর। গতকাল রাতে ঘাটালের ব্যবসায়ী সুশীল দাস একটি বিয়ে বাড়িতে যোগদান করে বাড়ি ফেরার পথে নিজের স্করপীয় গারিটি সোনামুই এর কাছে দূর্ঘটনার কবলে পড়ে পাশের নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। হাসপাতাল অানার পথেই সুশীল দাস ও তাঁর মেয়ে মামনি দাস মারা যান। গাড়ির মধ্যে থাকা অন্যান্যরা অাহত হন।
পথ দূর্ঘটনায় মৃত্যু ঘাটালের ব্যবসায়ীর
