রেডক্রশ সোসাইটির ত্রান বিতরন চন্দ্রকোনায়

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ভারতীয় রেডক্রশ সোসাইটির পক্ষ থেকে বন্যা ত্রান শিবির করা হয় চন্দ্রকোনা দু নম্বর ব্লক বিডিও অফিসে।অফিসের সভাকক্ষে আজকের শিবিরে প্রায় ১০০ জন বন্যার্তদের হাতে বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।গত মাসেই বন্যায় চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর অঞ্চলের বেশকয়েকটি এলাকা ক্ষতিগ্রস্থ হয়।ব্রীজ ভাঙ্গারও ঘটনা ঘটে।সেসব এলাকার মানুষের কথা ভেবে এগিয়ে এলো রেডক্রশ সোসাইটি।সোসাইটির ঘাটাল শাখার কর্মকর্তারা গাড়িতে করে ত্রিপল,তোয়ালা,বালতি,ব্লাঙ্কেট ও শাড়ি সহ ত্রান সামগ্রী নিয়ে আসেন বিডিও অফিসে।শিবিরে মাধ্যমে ১০০ জনের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অনীত নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ,ভগবন্তপুর ২ পঞ্চায়েত প্রধান ইসমাইল খান সহ সোসাইটির সম্পাদক,পিআরও রিলিফ ইন চার্জ,কোষাধ্যক্ষ ও ভলেন্টাররা।সোসাইটির পক্ষ থেকে জানানো হয়,ত্রান সামগ্রী বন্টনে একটি বিলম্ব হলো সোসাইটির সদর দপ্তর থেকে অনুমোদন সহ সামগ্রী আসতে দেরি হওয়ায় এতোদিন পর ত্রান সামগ্রী বন্টন হলে।যাক আমরা দুর্গতদের ভুলে যায়নি প্রশাসনকে সাথে নিয়েই আজ ত্রান সামগ্রী বন্টন করা হয়।একাজে আমরা সকলেই খুশি।এরকম কাজ সোসাইটির নতুন নয় আমরা করে থাকি।তারই একটা অংশ আজকের ত্রান শিবির।ত্রান সামগ্রী পেয়ে খুশি বন্যাদুর্গতরাও।

Ghatal News

Leave a Reply