Site icon Ghatal News

ঘাটালে মেয়ের বাড়িতে এসে অসুস্থ বাবা,উদ্ধার করল পুলিশ

ঘাটাল নিউজ ডেস্ক, ৩ অক্টোবর  ঃ

: ঘাটালে মেয়ের বাড়িতে এসে অসুস্থ বাবা,উদ্ধার  করল ঘাটাল থানা,  সাথে ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। ফোনে সাংসদ প্রতিনিধি রাম পদ মান্নাকে অসুস্থ কথা জানান মেয়ে অন্তরা মান্না। বিশ্বনাথ মান্না, ৮০ বাড়ি দাসপুর ২ ব্লকের দরি অযোধ্যা গ্রামে। তিনি মেয়ের বাড়ি

অজবনগর ১ গ্রাম পঞ্চায়েতের  হরসংকর গ্রামে এসে অসুস্থ হয়ে পড়েন। সাংসদ প্রতিনিধি রাম পদ মান্না ঘাটাল থানার অফিসার কৌশিক সেন ও পুলিশ কর্মীদের সাথে নিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Ghatal News
Exit mobile version