Site icon Ghatal News

ইড়পালার জয়কুন্ডুতে বন্যার জল থেকে উদ্ধার মৃতদেহ

ঘাটাল নিউজ ডেস্ক, ৩ অক্টোবর :  ঘাটাল থানার অন্তর্গত ইড়পালা ২নং গ্রাম পঞ্চায়েতের  জয় কুণ্ডু গ্রামের মাঠে বন্যার জল থেকে উদ্ধার মৃতদেহ।ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক জানান, গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন জয়কুন্ডু গ্রামের  বাসিন্দা তপন পাত্র। বয়স ৪০। অাজ সকালে ঐ ব্যাক্তির  নিথর দেহ ভাসতে দেখা যায়। তারপর উদ্ধার করা হয়।  স্থানীয় বাসিন্দারা জানান  ১লা অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিলেন আজ সকাল ভেসে উঠতে দেহ। জানা গেছে  কদমতলা থেকে বাজার নিয়ে সাঁতারের বাড়ি ফেরার সময় তলিয়ে যায় । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Ghatal News
Exit mobile version