স্বর্গীয় উৎপল দাসের শ্বেত পাথরের মূর্তি বসল রসিকগঞ্জের ধূপ কারখানায়

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ২৪ অক্টোবর :  ঘাটাল মহকুমার রসিকগঞ্জ গ্রামে নিউ পদ্মা পারফিউমারী ওয়ার্কসের প্রতিষ্ঠাতা স্বর্গীয় উৎপল কুমার দাস ও তাঁর সহধর্মিণী স্বর্গীয়া নিভা রানী দাসের শ্বেত পাথরের মূর্তি স্থাপিত হল রসিকগঞ্জের কারখানাতে।
স্বর্গীয় উৎপল কুমার দাস এবং স্বর্গিয়া নিভা রানী দাসের একমাত্র পুত্র ও কারখানার বর্তমান কর্ণধার রাজকুমার দাস জানালেন, বর্তমান কারখানাতে শ্রমিকের সংখ্যা ৬০০।
কিন্তু শুরুটা হয়েছিল অন্যরকম।বাবা প্রথমে বাড়িতে ধূপ তৈরি করতেন মায়ের সাথে।পরে বাবা সাইকেলে করে ধূপ ফেরি করতেন। কঠোর পরিশ্রম, অদম্য জেদ এবং হার না মানা মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করেন তিনি।ধীরে ধীরে তাদের তৈরি মুস্তাফা ধূপ জনপ্রিয়তা লাভ করে।
রাজকুমার বাবু আরো জানান, বর্তমানে বাঙালির কর্মবিমুখতা সময়ে তার বাবার কর্মপ্রচেষ্টা সত্যিই এক উজ্জ্বল দৃষ্টান্ত।যৎসামান্য পুঁজিকে নির্ভর করে ব্যবসার চারাগাছ লালন-পালন করে মহীরুহে পরিণত করেছেন।
আজকে তাই বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার ও মায়ের মর্মর মূর্তি স্থাপন করা হলো।

Ghatal News