রামজীবনপুর পৌরসভার বিশেষ সাফাই অভিযান চলছে

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক, ২৩ অক্টোবর : রামজীবনপুর পৌরসভা বিশেষ সাফাই অভিযান করল। ওই পৌরসভার ১১ টি ওয়ার্ড জুড়ে এই অভিযান চলেছে।
রামজীবনপুর পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী জানিয়েছেন, এই অভিযানের নাম দেয়া হয়েছে শারদ স্বচ্ছ অভিযান।
তিনি বলেন, পুজোর আগে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এই অভিযানে অংশ নিয়েছিলেন। তারপর থেকে এই অভিযান চলছে।
রামজীবনপুর পৌরসভার ১১ টি ওয়ার্ড জুড়ে রাস্তাঘাট পরিষ্কার করা চলেছে জোরকদমে। নর্দমাগুলি পরিষ্কার করা চলছে।রামজীবনপুর শহর এখন ঝকঝকে ।
এছাড়াও নর্দমা গুলিতে মশা মারার তেল স্প্রে করা হয়েছে বলে পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী জানিয়েছেন।
এই পুরসভা বিভিন্ন জলাশয়ে এবং নর্দমাতে গাপ্পি মাছ ছেড়েছিল, মশার লার্ভা ধ্বংসের জন্য। যা ঘাটাল মহকুমায় এক অন্যতম নজির।

পরিছন্নতা অভিযানের পাশাপাশি পৌরসভার বাসিন্দাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার সচেতনতার বার্তা দেয় পুরসভা ।

পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য উত্তম চৌধুরী জানান,মহকুমাশাসক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি নিজেই কোদাল হাতে নেমে ছিলেন এবং বার্তা দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার।সেইমতো প্রতিদিনই সমস্ত রাস্তাঘাট ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চালিয়ে যাচ্ছি পুরসভার সাফাই কর্মীদের নিয়ে ।

Ghatal News