Site icon Ghatal News

আজ রাধা অষ্টমীতে মাতল গ্রাম বাংলা।

#ঘাটাল নিউজ, ওয়েব ডেস্ক : শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়।যাদের বাড়িতে গরু থাকে তাদের বাড়ির গোয়ালে এই পূজো করতে দেখা যায়।তবে এখন এই রাধাষ্টমী আমাদের বাড়ির আশেপাশে দূরবীন দিয়ে দেখতে হয়।তবে সবসময় অবশ্য খোঁজ রাখা সম্ভব হয় না।যখন গোমুত্র দরকার হয় তখনই খোঁজ নেওয়া হয় কাদের বাড়িতে গরু আছে।দুঃখের বিষয় দুগ্ধ পান করিবো অথচ গরু চাষ করিবো না।এবছর আবার গরুর নাকি কি ভাইরাস রোগ এসেছে।গরুর মুখে ফোস্কা, সর্দি, জ্বর,পায়ের খুর খসে যাওয়া না জানি কি এই ভাইরাস।যেখানে এই রোগ ধরছে সেখানকার পাশাপাশি সব গরু এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।এক পশু চিকিৎসকের কাছ থেকে জানা গেল এখন পরিস্থিতি স্বাভাবিক।এই রোগ শুধু ঘাটাল নয় অনেক জায়গাতেই দেখা দিয়েছে অনেক গরু মারা গেছে। কিন্তু এখন সব জায়গাতেই গরুরা আগের থেকে ভালো আছে।সব বাড়িতেই এখন ভগবানের কাছে প্রার্থনা গরু অবলা প্রাণী তাকে সবাই ভগবতী হিসাবে মানে ভগবান যেন তার এই রোগ থেকে মুক্তি দেন।

Ghatal News
Exit mobile version