Site icon Ghatal News

পূজোর থিমে শহরকে টেক্কা গ্রামের

পূজোর থিমে শহরকে টেক্কা গ্রামের
এবারেও ঘাটাল শহরকে পূজোর থিমে টেক্কা দিল গ্রাম।ঘাটাল শহর লাগোয়া গ্রামে যেমন থিমের চমক তেমনিই বড় বাজেটের পূজো।দাসপুরের পাঁচবেড়িয়া,রাধাকান্তপুর,সোনাখালি প্রভৃতি। ঘাটালে থিম না হওয়ার কারন চাঁদা ওঠে না ও জায়গার অভাব।আবার হয়তো শহরের মানুষ থিম নিয়ে করে না। আবার কখনও থিম নিয়ে চিন্তা করলেও বাজেট কমের জন্য ঠিকমতো ফুটিয়ে তোলা যায় না।তবে এব্যাপারে ঘাটাল ৬ এর পল্লী কুমোরপাড়া পূজো কমিটির আহ্বায়ক শান্তুনু পাল বলেন ঘাটালে থিম না হওয়ার মূল সমস্যা হলো টাকা কালেকশন না হওয়া।কারন দিন দিন যা পূজো বাড়ছে তাতে সবাই আগের মতো চাঁদা দিতে চায় না।চাঁদা না কালেকশন হলে কেও থিম নিয়ে ভাবতে পারে না।দ্বিতীয়ত জায়গার খুব অভাব। দিন দিন ফাকা জায়গায় বাড়িঘর তৈরী হচ্ছে তাই জায়গা পাওয়া যাচ্ছে না।তবে ঘাটালে কোলকাতার থেকে সাংস্কৃতিক প্রিয় অনেক মানুষ আছেন।তাদের চিন্তাধারাও আছে থিম করবার।কিন্তু অর্থের অভাবে তা কার্যকরী হয় না।

Ghatal News
Exit mobile version