রং তুলিতে প্রতিবাদ ঘাটাল কলেজ মোড়ে

আমার ঘাটাল রাজ্য

রং তুলিতে প্রতিবাদ।
প্রতিবাদ শিল্পীদের।
রং তুলি ছাড়াও নৃত্য, সংগীত এবং আবৃত্তির মাধ্যমেও প্রতিবাদের জেহাদ শিল্পীদের।
ঘাটালের কলেজ মোড়ে বৃষ্টির মধ্যেই প্রতিবাদে মুখর কিশোর বাহিনীর সুকান্ত শাখার শিল্পীরা।
ঘাটালের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা প্রতিবাদে অংশগ্রহণ করে।
ছিলেন আর্টের বেশ কয়েকজন অধ্যাপক।
রং তুলির টানে, মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদের প্রতীক ফুটিয়ে তুললেন শিল্পীরা।
এর সাথে দৃপ্ত ভাবে জানিয়ে দিলেন যতক্ষণ না বিচার হচ্ছে, দোষীরা শাস্তি পাচ্ছে এই প্রতিবাদ চলবে।
কিশোর বাহিনী সুকান্ত শাখার সদস্য শিক্ষক পার্থপ্রতিম মান্না বলেন, আমাদের এই মহকুমার যেসব ছেলে মেয়েরা ছবি আঁকতে পারে, নাচতে জানে, গাইতে জানে, আবৃত্তি করে, কবিতা লেখে তাদের শিল্পর মাধ্যমে প্রতিবাদ মূর্ত হয়ে উঠুক।
আমাদের আহবানে সাড়া দিয়ে মহকুমার নৃত্য ও কলা সংস্থার শিল্পীরা সামিল হয়েছেন প্রতিবাদে।
সুবিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।
ভবিষ্যৎ প্রজন্মর জন্য সুস্থ স্বাভাবিক সমাজ যাতে গড়ে ওঠে, সেই আবেদন সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে রইলো।।
ছিলেন প্রবীণ আইনজীবী প্রসাদ পাঠক ব্যানার্জি, অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক তাপস পোড়েল, প্রধান শিক্ষক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

Ghatal News