ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : বনধ সমর্থক ও গ্রামবাসীদের ছোড়া পাথরে আহত হয় পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুড়িপাল থানার অন্তর্গত মনিদহ গ্রামের। ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপি ১২ ঘন্টা বনধ ডাকে। বিজেপির বন্ধের জেরে মনিদহ হাইস্কুলে তালা লাগিয়ে দেয় বিজেপির কর্মী সমর্থকরা। তার জেরে স্কুল কতৃপক্ষ গুড়গুড়িপাল থানার পুলিশ কে খবর দেয় যাতে স্কুল খোলা যায়। সেই সময় পুলিশ ঘটনাস্থলে এলে বিজেপির কর্মীরা পুলিশ কে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। যার জেরে গুড়গুড়িপাল থানার এস আই অনিল কুমার লামা গুরুতর আহত। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এছাড়াও ৩জন কনস্টেবল আহত। যাদের কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
বিজেপি কর্মির ছোড়া পাথরে মনিদহ গ্রামে অাহত পুলিশ

kolkata,IN
thunderstorm with rain
25
°
C
25
°
25
°
94 %
4.6kmh
90 %
Thu
28
°
Fri
33
°
Sat
33
°
Sun
31
°
Mon
31
°