ঘাটাল ও দাসপুরে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের ত্রান বিতরণ

আমার ঘাটাল


১ সেপ্টেম্বর :
পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের উদ্যোগে ঘাটাল ও দাসপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়া হল। সোমবার বিকেলে দাসপুরের রাজনগর গ্রামের রামদেবপুর এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার ও অ্যাডিশনাল পুলিশ সুপার শামসুদ্দিন কাজি আহমেদ এবং ছিলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল সেখানে বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রান তুলে দেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার অন্যদিকে ঘাটালের শ্যামপুরে বন্যা দুর্গত এলাকায় মানুষদের ত্রাণ বিতরণ করা হয় বন্যাদুর্গতদের ত্রান তুলে দেন মহকুমা পুলিশ আধিকারিক কল্যান চৌধুরী এবং ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল থানার এসআই কৌশিক সেন ও প্রশান্ত ঘোষ। মহকুমা পুলিশ আধিকারিক কল্যান চৌধুরী বলেন, দাসপুর ও ঘাটালে বন্যা দুর্গত মানুষদের হাতে কিছু সামান্য ত্রান তুলে দেওয়া হলো জেলা পুলিশের উদ্যোগে। দাসপুরে রামদেবপুরে ৫০০ জনকে এবং ঘাটালে ৫০০জনকে বিস্কুট চিড়ে গুড় চানাচুর মুড়ি জলের বোতল আনুষঙ্গিক জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়।

Ghatal News