ব্লক সভাপতি উপস্থিত থেকে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন কোথায় হল!

আমার ঘাটাল মেদিনীপুর- ঝাড়গ্রাম

ব্লক সভাপতি উপস্থিত থেকে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন কোথায় হল! ঘাটাল নিউজ ওয়েব ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : পঞ্চায়েত সমিতি গঠনের সময় ব্লক সভাপতি, পৌর চেয়ারম্যান, বিধায়ক, কাউন্সিলরের উপস্থিতি এক অন্যমাত্রা যোগ করল। রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন চলছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও অনেক জায়গায় অাজ বোর্ড গঠিত হয়। চন্দ্রকোনা ১ ব্লকে পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনের সময় অন্য ছবি দেখা গেল। কি সেই ছবি ? চন্দ্রকোনা ১ ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড তৈরীর সময় দেখা গেল ঐ রুমে পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও উপস্থিত ব্লক সভাপতি চিত্ত পাল, বিধায়ক ছায়া দোলই, ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দূর্গা শংকর পান, ক্ষীরপাই পৌরসভার কাউন্সিলর গৌতম ভট্টাচার্য্য, সুজয় পাত্র। বোর্ড গঠনের সময় পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়া কেউ থাকতে পারে না। তাহলে কি পার্টির মনোনিত সভাপতি বাদ দিয়ে অন্য কেউ ভোটাভুটিতে যেতে পারে তার জন্য কি ব্লক সভাপতি, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলার উপস্থিত। ব্লক সভাপতি চিত্ত পাল বলেন এটা নিয়ম নেই জানি তবু ছিলাম। কাউন্সিলার গৌতম ভট্টাচার্য্য ও সুজয় পাত্র জানান, বোর্ড গঠনের সময় ৫ জন প্রতিনিধি ছিলাম। বিডিও মহাশয় অনুমতিক্রমে ছিলাম। চেয়ারম্যান দূর্গা শংকর পান এ বিষয়ে বলেন, ছিলাম, তবে এটা নিয়ম নয়। বিধায়কের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি। বিডিও অভিষেক মিশ্র বোর্ড গঠনের সময় নেতা, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলারদের থাকার বিষয়ে বলেন অাগেই বোর্ড গঠন হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকায় ওনারা এসেছিলেন অার কিছু নয়। বিতর্ক এড়াতে বিডিও এই বিষয়টি এড়িয়ে গেলেও অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য নেতাদেরকে কাছে বসিয়ে বোর্ড গঠন অাসলে কি বার্তা!

Ghatal News

Leave a Reply