Site icon Ghatal News

চন্দ্রকোনায় ডাইনি সন্দেহে অত্যাচার করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে

একবিংশ শতাব্দীতেও ডাইনি প্রথা এখনো চলছে। বিজ্ঞান-এবং প্রযুক্তি র যুগে সচেতনতা এখনো পুরোপুরি সৃষ্টি হয়নি তার অন্যতম প্রমাণ এই ডাইনি প্রথা। ডাইনি প্রথার জন্য মারধর এবং অত্যাচার করা, এমনকি প্রানে মেরে ফেলার পর্যন্ত ঘটনা প্রায়ই শোনা যায়। এবার ডাইন চিহ্নিত করে শারীরিক এবং মানসিক অত্যাচারের ঘটনা চন্দ্রকোনার মল্লেশ্বর পুরে। জানা গিয়েছে, ওই গ্রামের তিন আদিবাসী মহিলা কে ডাইনি সন্দেহে, এলাকার কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ লাগাতার অত্যাচার করে চলেছেন। শুধু তাই নয় শনিবার সকালে তাদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছেন অত্যাচারিত রা।
ওই এলাকার লালি হেমরম এবং তার শাশুড়ি ও জা লক্ষী হেমরম এবং মামনি হেমরণ কে ডাইনি সন্দেহে চিহ্নিত চিহ্নিত করা হয়েছে।
ওই পাড়ায় কারোর অসুখ বিসুখ হলে বা কেউ মারা গেলে ওই তিন মহিলা কে দোষারোপ করা হচ্ছে। তাদেরকে ট্যাপ এর জল আনতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।মানসিকভাবে ওই তিন মহিলার পরিবার ভেঙ্গে পড়েছে। খাওয়া-দাওয়া পর্যন্ত তারা করতে পারছেন না বলে জানিয়েছেন ওই তিন মহিলা। এর অবিলম্বে প্রতিকার চেয়ে চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ করেছেন তারা ।ওই এলাকার ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। শুনে নিন কি বলছেন ওই তিন মহিলা…

Ghatal News
Exit mobile version