২৩ মে রেফারির বাঁশি তখন গোল হয়ে গেছে : মানস ভূঁইঞা

মেদিনীপুর- ঝাড়গ্রাম রাজনীতি

তিনি হারতে শেখেননি | ৮ বারের বিধায়ক | মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়ে এই আসন মমতা ব্যানার্জিকে উপহার দেবেন | তবেই ৪২ এ ৪২ হবে | সোমবার মনোনয়ন পত্র জমা দিয়ে অকপট ভাবে একথা জানালেন তৃণমূল প্রার্থী ডাঃ মানস ভুইঁয়া | দলের জেলা সভাপতি অজিত মাইতি , বিধায়ক দীনেন রায় , প্রদ্যোত ঘোষ কে নিয়ে জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন দুঁদে রাজনীতিবিদ মানস বাবু | তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্ধী কে সেটা বড় কথা নয় , তাঁর কাছে রাজনীতির ময়দানের লড়াই অনেকটা ফুটবল ম্যাচের মতো | বিরোধীদের ডিফেন্স ভেঙে গোল পোষ্টের কাছে পৌঁছে গেছেন | ২৩ মে যখন রেফারি বাঁশি বাজাবেন তখন গোল হয়ে গেছে |
height=”175″ class=”aligncenter size-medium wp-image-2905″ />
৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে মন্তব্য জানাতে গিয়ে মানস বাবু বলেন , ‘ কেন্দ্রীয় বাহিনী আসবে , বসবে, ঘুরবে , দেখবে ভোট হবে | তাঁরা তো আর মমতার সমর্থকদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দিতে পারবে না | কেন্দ্রীয় বাহিনী তো আর বিজেপির হয়ে ভোট দিতে পারবে না | গণতন্ত্রে জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী | তাই তাঁদেরই জয় নিশ্চিত | কোনো বাহিনীই তা রুখতে পারবে না | ‘
দিলীপ ঘোষের প্রচার সর্বস্ব রাজনীতির বেলুন ২৩ মে চুপসে যাবে বলে কটাক্ষ করে বলেন , ‘ উনি আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে অনেক কিছুই বলছেন | কেউ দিবাস্বপ্ন দেখতেই পারেন | ফলাফল বেরোলেই বুঝবেন প্রচার মাধ্যমে যেসব বলেছেন , যা মানুষকে বুঝিয়েছেন তা সব স্বপ্ন ছিল | ‘

Ghatal News

Leave a Reply