রসিকগঞ্জের মুখার্জি ভট্টাচার্য্য পরিবারের প্রাচীন পুজো

মেদিনীপুর- ঝাড়গ্রাম

ঘাটাল নিউজ ডেস্ক ,১৩ অক্টোবর :   তিনশো থেকে সাড়ে তিনশো বছরের আগের ইতিহাস।
দাসপুর ব্লকের  রসিকগঞ্জের  মুখার্জি ভট্টাচার্য্য পরিবারের প্রাচীন পুজো। অাপনাদের মনেে হতে পারে একসাথে দুই পরিবারের পূূূজো কিভাাবে ।

জানা যায়, ভট্টাচার্য পরিবারে জামাই হয়ে অাসে মুখার্জি পরিবারের এক কর্তা এবং তিনি ঘর জামাই হয়ে রয়ে যান।তারপর একসাথে এই পূজো করে থাকেন দুই অাত্মীয় পরিবারের সদস্যরা।
এই পুজোর অন্দরমহলে লুকিয়ে আছে ইতিহাসের প্রাচীন পান্ডুলিপি, যা আজও উজ্জল।
ওই পরিবারের সদস্য উদয় শংকর মুখার্জি জানালেন, আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছরের মুখার্জি ভট্টাচার্য্য পরিবারের পুজোর পুরানো প্রমাণ হিসাবে মিলেছে ১২৯৭ সালে পাওয়া এক কাত্তান।
প্রাচীন এই পুজোর বিশেষত্ব হলো পুজো শুরু হয় মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে, শেষ হয় বিসর্জনের পরে হাতে অপরাজিতা বেঁধে।
নবমীর দিন ছাগ বলি হয়। সেই ছাগের মুণ্ডটি পরের দিন রাত্রে এমনভাবে বিসর্জন দেয়া হয় যাতে কারো চোখে না পড়ে এবং পেছন থেকে কেউ না ডাকে এমনটিই জানালেন ওই পরিবারের এক সদস্য।

Ghatal News