পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের কর্মাধ্যক্ষে নতুন মুখ ৪ জন

মেদিনীপুর- ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হল পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর : রাজ্য জুড়ে তৃস্তরীয় পঞ্চায়েত ভোট অনেকদিন অাগে সম্পন্ন হয়ে গেলেও পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কে কে হবে সেই নিয়ে টালবাহনা চলছিল অনেকদিন ধরে। স্থায়ী সমিতি গঠিত হয়ে গেলেও মনোমত কর্মাধ্যক্ষ হবে না ধরে নেয় অনেকে তারপর স্থায়ী সমিতি থেকে অনেকে পদত্যাগ করে, তারপর নতুন ভাবে অাবার জেলা পরিষদের স্থায়ী সমিতির কমিটি গঠিত হয়। অাজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গঠনের কাজ সম্পন্ন হলো। জেলা পরিষদের সভাকক্ষে নির্বাচিত সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ । সেখান থেকে ৯ টি দপ্তরের জন্য ৯ জন কর্মাধক্ষ্য নির্বাচন করা হয়। ৯ জনের মধ্যে নতুন মুখ এসেছে ৪ জন এবার। এরা হলেন নেপাল সিংহ, রমা গিরি, মামনি মান্ডি ও প্রতিভা মাইতি। পুরানোদের মধ্যে উল্লেখ্ যোগ্য ভাবে গতবারের কৃষি সেচ সমবায় থেকে পূর্ত দফতরের দায়িত্তে এলেন নির্মল ঘোষ, বিদ্যুৎ থেকে খাদ্য দফতরের দায়িত্তে এলেন অমুল্য মাইতি, শিক্ষা থেকে জন স্বাস্থ্য দফতরের দায়িত্ত এলেন শ্যাম পাত্র, পূর্ত দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরে গেলেন শৈবাল গিরি, জারিনা ইয়াসমিন স্বাস্থ্য দপ্তর থেকে মৎস দপ্তরে গেলেন। নতুন মুখ নেপাল সিংহ বন ও ভূমি দপ্তর, মামনি মান্ডি শিক্ষা, প্রতিভা মাইতি শিশু ও নারী কল্যান, রমা গিরি কৃষি সেচ ও সমবায় দপ্তর। তপন দত্ত জেলা পরিষদের অধ্যক্ষ হলেন। নির্বাচনের পর আজকেই প্রত্যেক কে তাদের দায়িত্ত বুঝিয়ে দেওয়া হয়।

Ghatal News

Leave a Reply